‘আও না’ গানে রাম কাপূরের সঙ্গে আকর্ষণীয় সানি (ভিডিও)
আসন্ন সিনেমা কুচ কুচ লোচা হ্যায়-এর আরও একটি গান ‘আও না’ প্রকাশিত হল। কিংবদন্তী সঙ্গীতকার আর ডি বর্মনের জনপ্রিয় জানে দো না গানের অনুকরণে ওই গানে দেখা গিয়েছে প্রাক্তন পর্নস্টার সানি লিওন এবং রাম কাপূরকে।
উত্তেজক এই গানে গলা মিলিয়েছেন শ্রদ্ধা পণ্ডিত এবং অঙ্কিত তিওয়ারি।
দেবাং ঢোলাকিয়া পরিচালিত এই সিনেমায় নভদীপ চাওলা এবং ইভলিন শর্মাকেও দেখা যাবে। আগামী ৮ মে সিনেমাটি মুক্তি পাবে।
মন্তব্য চালু নেই