নেপালে বাংলাদেশীদের জন্য হেল্প ডেস্ক

নেপালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পর সেখানে অবস্থান করা বাংলাদেশীদের সহায়তার জন্য একটি হেল্প ডেস্ক চালু করেছে বাংলাদেশ দূতাবাস।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে নেপালে অবস্থিত বাংলাদেশীদের সহায়তার জন্য +৯৭৭৯৮৫১০৩৯৩৫২, +৯৭৭৯৮০৮১৮৪০১৪ ও +৯৭৭৯৮০৮৮৭৬৫০৭১ নাম্বারগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।
নেপালে স্থানীয় সময় শনিবার সকালে আঘাত হানা ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৫০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ওই ভূমিকম্পে দেশটির রাজধানী কাঠমান্ডুতে বেশকিছু ভবন ধসে গেছে।
নেপালে আঘাত হানা ভূমিকম্পের প্রভাব পড়েছে পাশের বাংলাদেশে ভারত ও পাকিস্তানেও।
বাংলাদেশে দু’দফার জোরালো ভূমিকম্পে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মন্তব্য চালু নেই