হঠাৎ থেমে গেল ডিএমপি কমিশনারের ব্রিফিং

দুপুর ১২টা ১০ মিনিট। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে অপেক্ষা করছেন গণমাধ্যম কর্মীরা। কিছুক্ষণ পরেই শুরু হবে আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে পুলিশি নিরাপত্তা নিয়ে কমিশনারের ব্রিফিং। অবশ্য তখনও মিডিয়া সেন্টারের হল রুমে আসেননি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তাই কেউ কেউ ফুটেজ নিচ্ছেন আবার কেউ বা খোশ গল্পে মগ্ন। এরই মধ্যে চলে এসেছেন কমিশনার। তখন ১২টা ১৫ মিনিট কমিশনার নিরাপত্তা বিষয়ে কথা বলতে গিয়ে হঠাৎ থমকে গেলেন। শুধু তিনিই নন, আশ্চর্য হলেন পুলিশের উর্ধ্বেতন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরাও।

ততক্ষেণ সবার বুঝতে বাকি নেই ভুমিকম্পের বিষয়টি। আতঙ্কে দ্রুত কমিশনার বের হয়ে গেলেন কক্ষ থেকে। বের হলেন পুলিশের কর্তাব্যক্তিরা ও গণমাধ্যম কর্মীরাও।

ভূমিকম্প শেষ হলে পাঁচ মিনিট পর ১২টা ২০ মিনিটে ফের সংবাদ সম্মেলন শুরু করেন কমিশনার। তখন কমিশনার বলেন, এবার আবার প্রথম থেকে শুরু করি।



মন্তব্য চালু নেই