জরুরি বৈঠক ডেকেছেন মোদি

নেপালজুড়ে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পর জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আকস্মিক ভূমিকম্পে সরকারের করণীয় ঠিক করতেই তিনি উচ্চপর্যায়ের বৈঠক ডাকলেন।

নরেন্দ্র মোদীর অফিস থেকে এক টুইটার বার্তায় জানানো হয়, প্রধানমন্ত্রী নেপালে ভূমিকম্পে আক্রান্তদের সাহায্য করার জন্যই বিকেলে বৈঠকে বসছেন।

বার্তায় জানানো হয়, মোদি বিদেশসফররত নেপালের প্রধানমন্ত্রী সুশলী কৈরালার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। ইতোমধ্যে নেপালের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন।

এছাড়া ভারতে অবস্থিত ভুটানের দূতাবাস কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলেও মোদির পক্ষ থেকে জানানো হয়।



মন্তব্য চালু নেই