ড্রেসিংরুমে মেসির সেরা বন্ধুকে?

বার্সেলোনায় ড্রেসিংরুমে লিওনেল মেসির সেরা বন্ধু কে? এমন প্রশ্ন হতেই পারে। আর এমন প্রশ্নে মেসি জানালেন, বার্সার ড্রেসিংরুমে তার সেরা বন্ধু দানি আলভেজ। হ্যাঁ, ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ।

ফুটবল ম্যাগাজিন ‘ফোরফোরটু’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন মেসি। সাক্ষাৎকারে মাঠের বাইরের অনেক বিষয়েও কথা বলেন ফুটবলের ক্ষুদে জাদুকর।

ড্রেসিংরুমে নিজের সেরা বন্ধুর প্রসঙ্গে মেসি বলেন, ‘আমরা সবাই ভালো বন্ধু। তবে ড্রেসিংরুমে আমি সব সময় দানি আলভেজের কাছাকাছি থাকি। কারণ আমি যখন বার্সেলোনায় আসি তখন আমরা দুজনই রাইট উইংয়ে খেলতাম।’

আলভেজের সঙ্গে বন্ধুত্ব নিয়ে মেসি আরো বলেন, ‘মাঠে এবং মাঠের বাইরে আমরা অনেক সময় কাটিয়েছি। ব্যক্তিগত জীবনেও আমাদের বন্ধুত্বের উন্নতি করেছি।’

বার্সার আরেক ডিফেন্ডার জেরার্ড পিকের প্রসঙ্গে মেসি বলেন, ‘মাঠের বাইরে সে (পিকে) অনেক মজা করে। কিন্তু যখন খেলতে নামে তখন আমরা তাকে দুটি শব্দে বর্ণনা করি: সিরিয়াস এবং কঠোর পরিশ্রমী।’

২০০৪ সালে বার্সেলোনায় নাম লেখান মেসি। সেই স্মৃতিচারণ করে এই আর্জেন্টাইন তারকা বলেন, ‘বার্সেলোনায় প্রথম দিনের কথা আমার এখনো মনে আছে। তখন আমার বয়স ছিল ১৩ বছর এবং আমরা ১৫ দিন বার্সেলোনায় ছিলাম। আমরা এসপানিয়ার কাছে একটি হোটেলে ছিলাম। সেখানে সব কিছুই অনেক ভালো ছিল। আমার সতীর্থরা আমাকে বেশ ভালোভাবে স্বাগত জানিয়েছিল। ওটা ছিল আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা’



মন্তব্য চালু নেই