সুখী দেশের তালিকায় ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
জাতিসংঘ পরিচালিত ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্সে বাংলাদেশের অবস্থান ভারতের আগে। তালিকায় বাংলাদেশের অবস্থান ১০৯। আর ভারতের অবস্থান ১১৭।
তবে সুখী দেশের তালিকায় এবার উভয় দেশেরই অবনতি হয়েছে। কারণ আগের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১০৮। অন্যদিকে আগের তালিকায় ভারতের অবস্থান ছিল ১১১। এ বছর ভারত সাত ধাপ পিছিয়েছে।
এর আগে জাতিসংঘের তত্ত্বাবধানে সাস্টেইন্যাবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক পরিচালিত জরিপের ফলাফল বৃহস্পতিবার প্রকাশ করা হয়। তালিকায় বাংলাদেশের আগে রয়েছে ফিলিস্তিন। আর পরে রয়েছে ইরান।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে সুখী দেশ ভুটান। তালিকায় দেশটির অবস্থান ৭৯তম। পাকিস্তান তার আগের অবস্থানই (৮১তম) ধরে রেখেছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তালিকার সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তানের নাম। দেশটির অবস্থান ১৫৩। এ ছাড়া নেপাল ১২১তম ও শ্রীলংকা ১৩২তম স্থানে অবস্থান করছে। আর পাশের মিয়ানমারের অবস্থান ১২৯তম।
এবার তালিকার শীর্ষে রয়েছে ঘড়ি ও চকলেটের দেশ সুইজারল্যান্ড। আগের তালিকায় দেশটির অবস্থান ছিল ৩ নম্বরে। এরপর পর্যায়ক্রমে রয়েছে আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে ও কানাডার নাম।
আর কম সুখী দেশের তালিকায় প্রথমে রয়েছে টোগোর নাম। এরপর পর্যায়ক্রমে বুরুন্ডি, বেনিন, রুয়ান্ডা ও সিরিয়ার নাম। সূত্র: ইউএনএসডিএসএন।
মন্তব্য চালু নেই