উইন্ডোজে অদৃশ্য ফোল্ডার কিভাবে তৈরি করবেন
আমরা ম্যাজিক দেখতে অনেকেই ভালবাসি। ম্যাজিক পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর সেই ম্যাজিক যদি আপনি ঘরে বসে কম্পিউটারের সাথে করতে পারেন তাহলে আরও মজা। অনেকের হাঁসি আসতে পারে।অনেকেই এ কাজটা পারতে পারেন কিন্তু সবাই সবকিছু পারে না তাই এই মজার পোস্টটা করতে মন চাইল। তাহলে চলুন শিখে নেই ম্যাজিক-
১)প্রথমে কম্পিউটার ওপেন করে মাউসের রাইট বাঁটন ক্লিক করে new তে গিয়ে new folder ক্লিক করে একটি নতুন ফোল্ডার তৈরি করেন।
২)নতুন যে ফোল্ডার হল তার উপরে মাউসের রাইট বাঁটন ক্লিক করে অথবা সরাসরি কীবোর্ড এর f2 এ ক্লিক করে নাম পরিবর্তন করুন। নাম পরিবর্তন করার সময় কীবোর্ড এর Alt চেপে 0160 লিখেন তারপর Enter ক্লিক করেন। আপনি যখন Alt চেপে 0160 লিখবেন তখন কিন্তু আপনি দেখতে পারবেন না। আপনি না দেখতে পারলেও Enter ক্লিক করবেন।
৩)তারপর দেখবেন আপনার কম্পিউটারে নতুন একটি ফোল্ডার তৈরি হয়েছে যেখানে কোন নাম নেই।
৪)এখন কাজ হচ্ছে ফোল্ডারের আইকন পরিবর্তন করা। এর জন্য কি করতে হবে? নতুন যেই ফোল্ডার করেছেন তার উপরে মাউসের রাইট বাঁটন ক্লিক করে properties এ ক্লিক করুন। তারপর customize লিখাতে ক্লিক করুন। অইখানে দেখবেন change icon লিখা আছে। সেইখানে গিয়ে আপনার মন মত আইকন পরিবর্তন করুন। তারপর দেখেবন কম্পিউটারে নতুন সেই অদৃশ্য ফোল্ডার তৈরি হয়েছে যার কোন নাম নেই।
মন্তব্য চালু নেই