সুন্দরগঞ্জে ‘আজও প্রতিক্ষায়’ নাটকের শুটিং

গাইবান্ধার সুন্দরগঞ্জের বিভিন্ন স্থানে চলছে ‘আজও প্রতিক্ষায়’ নাটকের শুটিং ।

বাংলা নববর্ষ উপলক্ষ্যে শীঘ্রই মঞ্চস্থ হবে এ নাটকটি। তরুণ লেখক রবিউল ইসলামের আজও প্রতিক্ষায় ছোট্ট গল্প আবলম্বনে ইউসুফ জুয়ারদার পরিচালনায় নাটকটির শুটিং এর কাজ চলছে। নাটকের বিশেষ একটি দৃশ্য হল ২০০০বঙ্গাব্দের পহেলা বৈশাখে এক জমকালো অনুষ্ঠান উপভোগ করতে আসা নায়িকা রতœার জন্য উক্ত স্থানে আজও প্রতিক্ষা করছে নায়ক শ্যামা।

আজ (সেদিন ছিল) পহেলা বৈশাখ/২০২২ বঙ্গাব্দ। সে সুত্রে প্রতি পহেলা বৈশাখে উক্ত স্থানে এসে রতœাকে আর একবার দু’নয়ন ভরে দেখার জন্য এভাবেই প্রতিক্ষা করে চলে যায় শ্যামা। কিন্তু প্রতি বছর পহেলা বৈশাখ এলেও উক্ত স্থানে আর কোন অনুষ্ঠান হয় না, তাই ঐ রতœাও আর আসেনা । কিন্তু প্রথম দেখায় ভালোবেসে ভুলকরায় এটাই কি হবে নিয়তির পরিহাস? পরিচালক ইউসুফ জোয়ারদার বলেন-নাটকের শুটিংয়ের কাজ চলছে। আনুষ্ঠানিক মঞ্চস্থ হতে অনেক সময় লাগবে। ব্যয় হবে কমপক্ষ্যে দেড়লক্ষ টাকা।



মন্তব্য চালু নেই