ঝিনাইদহে দেয়াল চাপা পড়ে স্কুল ছাত্রসহ দুই জন নিহত
ঝিনাইদহ ও কালীগঞ্জ উপজেলায় মঙ্গলবার পৃথক ঘটনায় দেয়াল চাপা পড়ে আব্দুল কাদের রণি (১৪) নামে এক স্কুল ছাত্র ও জরিপ হোসেন (২২) নামে এক নির্মান শ্রমিক নিহত হয়েছেন।
এ সময় সদর উপজেলার কলমনখালী গ্রামের জাহিদ হোসেন নামে আরেক নির্মান শ্রমিক গুরুতর আহত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। স্কুল ছাত্র রণি কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামের জামাল হোসেনের ছেলে। নিহত নির্মান শ্রমিক জরিপের বাড়ি যশোর শহরে।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের চান্দা সিনেমা হলপাড়ায় বাবু নামে এক ব্যক্তির বাড়ির নির্মান কাজ করছিলেন শ্রমিকরা। কাজ করার সময় একটি পুরাতন দেয়াল ধ্বসে পড়ে ঘটনাস্থলেই নিহত হন নির্মান শ্রমিক জরিপ। এ সময় জাহিদ হোসেন নামে আরেক নির্মান শ্রমিক গুরুতর আহত হন।
এদিকে কালীগঞ্জ থানার র্ভারপাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সোমবার বিকালে গাছের আম পাড়তে গিয়ে নামার সময় কালীগঞ্জের বাবরা গ্রামের আব্দুল কাদের রণি দেয়াল চাপা পড়ে আহত হয়। তাকে ঢাকায় নিয়ে যাওয়া হলে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে।
মন্তব্য চালু নেই