সরকারি কাজে নিষিদ্ধ হল জি-মেইল
অফিসের কম্পিউটারে বসে অনলাইন অ্যাকটিভিটির উপর নজর রাখবে সরকার৷ যে সকল বিষয় গুলি বাবুদের কাজের উপর প্রভাব ফেলছে, ব্লক করে দেওয়া হবে সেই সব সাইটগুলো৷ ই-মেইল এমনকী ইন্টারনেট হিসট্রিও ডিলিট করার ক্ষমতা থাকবে সরকারের হাতে৷
গত ১৮ ফেব্রুয়ারি দুটি নোটিফিকেশন জারি করেছিল নরেন্দ্র মোদী সরকার৷ যাতে বলা হয়, সরকারি কাজে ব্যবহৃত কমপিউটার গুলিতে ব্লক করে দেওয়া হবে জি-মেল ও ইয়াহু৷
‘ই-মেল পলিসি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া’ এবং ‘পলিসি এন ইউস অফ ইনফরমেশন টেকনোলজি রিসোর্সেস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া’-তে বলা হয়েছে, এনআইসি যে ই-মেল সার্ভিস দেয়, তার মাধ্যমেই অফিসিয়াল কমিউনিকেশন করতে হবে৷ অন্য কোনও ই-মেল সার্ভিস ব্যবহার করা যাবে না৷
মন্তব্য চালু নেই