ভারতে আটক ৪বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

অবৈধপথে ভারতে গিয়ে আটক ৪বাংলাদেশি মহিলাকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বৃহষ্পতিবার সকালে কলারোয়ার কেঁড়াগাছি সীমান্তে তাদের হস্তান্তর করা হয়। তারা হলেন- গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার হিরন গ্রামের সরোয়ারের স্ত্রী নাছিমা খাতুন (৪৫), খুলনা জেলার পাইকগাছার ইতামপুর গ্রামের কেষ্টপদ বিশ্বাসের স্ত্রী তরুলা বিশ্বাস (৫৫), ডুমুরিয়ার রংপুর গ্রামের অশোক হালদারের স্ত্রী আরতী হালদার (৪৫) ও যশোর জেলার বাঘারপাড়ার খোশনগর গ্রামের কার্তিক চন্দ্র দেবনাথের স্ত্রী পারুল দেবনাথ (৬০)। বিজিবি সূত্র জানায়, বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তারা কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে চিকিৎসার জন্য প্রবেশ করে। এসময় ভারতের উত্তর ২৪পরগণা জেলার স্বরূপনগর থানার তারালী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে। পরে বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার কেঁড়াগাছি মেইন পিলার ১৩/৩ এসএর ৪ আরবির সন্নিকটে অনুষ্ঠিত বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকে আটককৃতদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এঘটনায় কলারোয়া থানায় মামলা হয়েছে।



মন্তব্য চালু নেই