আদিতমারী থানার পুলিশ কনষ্টবলকে ক্লোজড

লালমনিরহাটের আদিতমারীর থানায় আটক মাদক ব্যাবসায়ী ছাড়ানের ততবির করায় ওমর ফারুক নামের এক পুলিশ কনষ্টবলকে ক্লোজড করা হয়েছে।

সোমবার (২০এপ্রিল) সকালে সাড়ে ১১ টার দিকে মাদকসহ আটক অভিযুক্ত পুলিশ সদস্যকে আদালতে চালান না দিয়ে তাকে পুলিশ লাইনে ক্লোজড করে পুলিশ সুপার।

পুলিশ সুত্রে জানাগেছে, রোববার(১৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজার এলাকায় লালমনিরহাটের গোয়েন্দা পুলিশ(ডিবি) ৪৫ বোতল ফেন্সিডিল ও মোটর সাইকেলসহ রাকিবুল ইসলাম(২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

মাদক ব্যাবসায়ী রাকিবুল ইসলাম ও তার কথিত ভাগিনা, এসময় লালমনিরহাট পুলিশ লাইনের ওমর ফারুক নামের পুলিশ সদস্যকে হাতে নাতে আটক করে।

আটক পুলিশ সদস্যর ব্যাচ নাম্বার কং ৬১০।

মাদকসহ পুলিশ সদস্য আটকের ঘটনায় জেলা জুড়ে চলে তোলপাড়। কৌশলে পুলিশ সদস্যকে সরিয়ে রেখে তার মামা রাকিবুল এর বিরুদ্ধে মামলা করে পুলিশ।
মাদকসহ আটকের পরেও পুলিশ সদস্য ওমর ফারুককে আদালতে চালান না করায় এলাকায় সচেতন মহলে শুরু হয়েছে গুনজন।

পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্ত মাদক ব্যাবসায়ীর ততবির কারায় পুলিশ কনষ্টবল ওমর ফারুকে লাইনে ক্লোজড করা হয়েছে।



মন্তব্য চালু নেই