নির্বাচনে সেনা নামানোর প্রয়োজন নেই

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনের আগে ও নির্বাচনের সময় যারা জ্বালাও পোড়াও করে, পেট্রোল বোমা ছোড়ে তাদের নিয়ন্ত্রণ করতে পারলে নির্বাচন সুষ্ঠু হবে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন জিয়াউল আহসান।

তিনি বলেন, জনগণ সেনাবাহিনীকে নামে ভয় পায় আর র‌্যাবকে কাজে ভয় পায়। তাই সিটি নির্বাচনে সেনা বাহিনী নামানোর প্রয়োজন নেই। যে দলেরই হোক না কেন কোনো প্রার্থী সহিংসতার চেষ্টা করলে তাকে আটক করা হবে। রেহাই দেওয়া হবে না।



মন্তব্য চালু নেই