সাহিত্যে বিশেষ অবদানের জন্য খবরিকা এ্যাওয়ার্ড পেলেন কবি মুছা
লেখক ও কবি মোহাম্মদ মুছা সাহিত্যে অবদানের জন্য খবরিকা এ্যাওয়ার্ড ২০১৬ সম্মাননা পেয়েছেন। গত ১৪ এপ্রিল মঙ্গলবার মিরসরাই থেকে প্রকাশিত পাক্ষিক খবরিকার ১৬ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে সাহিত্যে বিশেষ অবদানের জন্য তাকে এ পদক দেওয়া হয়।
মোহাম্মদ মুছা ২০০৩ সাল থেকে সাহিত্য চর্চা করে আসছেন। তার বিভিন্ন রচিত বিভিন্ন লেখা স্থানীয় ও জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। শীঘ্রই তার দুইটি গ্রন্থ বাজারে আসছে।
লেখক ও কবি মোহাম্মদ মুছা চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ৪ নং ধুম ইউনিয়নে জামালপুর গ্রামের সন্তান। তিনি দুবাই প্রবাসি। সেখানকার একজন সরকারি কর্মকর্তা ।
মন্তব্য চালু নেই