উড়ন্ত বিমানকে নিচে নামিয়ে আনতে পারে হ্যাকাররা !
সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তদন্তকারী দল বাণিজ্যিক বিমান পরিচালনাকারীদের হ্যাকারদের বিষয়ে সতর্ক করে দিয়েছে।
হ্যাকাররা চাইলে হ্যাকিং করে উড়ন্ত বিমানকে নামিয়ে দিতে পারে। বর্তমানে বিভিন্ন বাণিজ্যিক বিমানে তারহীন ওয়াই-ফাই সুবিধা রয়েছে। উড়ন্ত অবস্থায় বিমানের যাত্রীরা চাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারে।
তদন্তকারী দলের প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়, উড়ন্ত বিমানে ইন্টারনেট ব্যবহারের এ সুবিধা সরাসরি বিমান থেকে বিশ্বের অন্যান্য স্থানে যোগাযোগের একটি সুযোগ উন্মুক্ত করেছে, যা হ্যাকারদের নজর তালিকায় আছে এ সুযোগ কাজে লাগিয়ে তারা বড় ধরনের হ্যাকিং সংগঠিত করতে পারে।
উল্লেখ্য, একাধিক বাণিজ্যিক বিমান সংস্থা বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে কাজ করার আহ্বান জানিয়েছে।
তথ্যসুত্রঃ দ্য গার্ডিয়ান
মন্তব্য চালু নেই