সাংবাদিকদের সঙ্গে কথা বললেন না আ.লীগ নেতারা
আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যবস্থাপনা ও সমন্বয় উপ-কমিটির এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি আওয়ামী লীগ নেতারা।
বুধবার বিকেল ৪টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিকেল সাড়ে ৫টায় এ বৈঠক শেষ হয়।
তবে বৈঠকে কি কি বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কার্য নির্বাহী কমিটির সদস্য এনামুল হক শামীম, সাবেক ভূমি প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান প্রমুখ।
মন্তব্য চালু নেই