চরাঞ্চলে গিয়ে কৃষকদের সংগঠিত করতে : মেনন

প্রচার সর্বস্ব রাজনৈতিক দলের বাইরে এসে কৃষকদের মাঝে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

তিনি বলেন, ‘প্রচার সর্বস্ব রাজনৈতিক দলের বাইরে এসে কৃষকদের মাঝে কাজ করতে হবে। এ জন্য চরাঞ্চলে গিয়ে কৃষকদের সংগঠিত করতে হবে।’

বুধবার বিকেলে তোপখানা রোডের পার্টির কার্যালয়ের শহীদ আসাদ মিলনায়তনে দলের সাবেক সাধারণ সম্পাদক সুখেন্দু দস্তিদারের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি সভাপতির বক্তব্যে উপস্থিত কর্মীদের এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘মৌলবাদীরা আজ সক্রিয়। তারা গ্রামাঞ্চল পর্যন্ত তাদের কাজকে বিস্তৃত করেছে। মৌলবাদ ও সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধ করতে না পারলে আমরা পরাজিত হবো। দেশ অচিরেই তালেবান রাষ্ট্র হয়ে যাবে।’

সুখেন্দু দস্তিদারের জীবনের তুলে ধরে মেনন বলেন, ‘তিনি একজন বিদ্রোহী ও অত্যন্ত ধৈর্য্যবান মানুষ ছিলেন। কিশোর বয়সেই এ আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়েন। বিদ্রোহী হওয়ার কারণে তাকে দ্বীপান্তরিতও হতে হয়েছিল।’

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্টির সাবেক সভাপতি আনিসুর রহমান মল্লিক,পলিট ব্যুরোর সদস্য বিমল বিশ্বাস ও সদস্য নুর হোসেন বকুল প্রমুখ।



মন্তব্য চালু নেই