বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর সরকার দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ধানমণ্ডি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শুক্রবার সকাল ৭টায় প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
পরে দলের শীর্ষ নেতাদের নিয়ে দলের সভাপতি হিসেবে দ্বিতীয়বার ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।
তার শ্রদ্ধা জানানোর পর একে একে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
সহযোগী সংগঠনগুলোর মধ্যে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, তাঁতিলীগ, কৃষক লীগ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শ্রদ্ধা জানায়।
এ সময় মন্ত্রিপরিষদ সদস্যসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই