হ্যাপির ‘ছন্দপতন’

বাংলা চলচ্চিত্রে ‘ছন্দপতন’ মানেই ক্যারিয়ার থেকে ছিটকে পড়া। কিন্তু নায়িকা হ্যাপির ক্ষেত্রে হয়েছে উল্টো। কারণ গুণী পরিচালক জমশেদুর রহমান নির্মাণ করছেন নতুন চলচ্চিত্র ‘ছন্দপতন’। চলচ্চিত্রটিতে নায়িকা হিসেবে থাকছেন হ্যাপী নাজনীন।

সম্প্রতি ‘ছন্দপতন’ চলচ্চিত্রটিতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন হ্যাপী নাজনীন। এখানে হ্যাপীর বিপরীতে অভিনয় করবেন নবাগত নায়ক শুভ।

নায়িকা কেন্দ্রিক চলচ্চিত্রটিতে হ্যাপীকে গ্রামের চঞ্চল এক মেয়ের চরিত্রে দেখা যাবে। প্রেম-ভালোবাসা আর সামাজিক পটভূমি নিয়েই এগিয়ে যাবে ‘ছন্দপতন’ এর গল্প।

চলচ্চিত্রটিতে অভিনয় করা প্রসঙ্গে হ্যাপী নাজনীন বলেন, ‘খুব সুন্দর একটি গল্প। আশা করি অনেক ভালো একটি চলচ্চিত্র হবে।’

এদিকে হ্যাপী বর্তমানে ‘রিয়ালম্যান’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করছেন। চলচ্চিত্রটির ৭০ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানা গেছে।

শিগগিরই পাবনার কয়েকটি লোকেশনে ‘ছন্দপতন’ চলচ্চিত্রটির প্রথম লটের শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক।

উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’ চলচ্চিত্রটির মাধ্যমে রূপালী পর্দায় পর্দাপন করেন হ্যাপী নাজনীন।



মন্তব্য চালু নেই