এক প্রসূতির ৩কন্যা সন্তান প্রসব

গাইবান্ধার সুন্দরগঞ্জে পরপর ৩ কন্যা সন্তান প্রসব করেছে প্রসূতি মা।

স্থানীরা জানান, গত রোববার উপজেলার রামজীবন ইউনিয়নের উত্তর বেকাটারী গ্রামের মিজানুর রহমানের স্ত্রী ফিরোজা বেগম গাইবান্ধা মাতৃসদনে পরপর ৩ কন্যা সন্তান প্রসব করে সদ্য প্রসূতি মা ও সন্তানেরা সুস্থ রয়েছে। হতদরিদ্র মিজানুর রহমানের ইতোমধ্যে সংসারে ১ মেয়ে ও ২ ছেলে রয়েছে। ভ্যান চালক মিজানুরের পক্ষে এসব সন্তানের প্রতিপালন করা অসম্ভব বলে মনে করছেন প্রতিবেশীরা।



মন্তব্য চালু নেই