মিঠাপুকুরে ক্রীড়া প্রতিযোগীতায় পাথর নিক্ষেপে পরীক্ষার্থীসহ আহত-২

রংপুরের মিঠাপুকুরে বাংলা নববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতায় পাথর নিক্ষেপের ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ এক দর্শক আহত হয়েছে। তারা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে। উপজেলার বিরহীমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া অনুষ্ঠান চলাকালে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, বাংলা বর্ষবরণ ১৪২২ বঙ্গাব্দ উপলক্ষে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বিরহীমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়।

এদিকে চলমান অনুষ্ঠানে খেলাধুলার অংশ হিসেবে পাথর নিক্ষেপের একটি খেলা চলাকালে দশম শ্রেণির ছাত্র আনুমানিক মাত্র ২ কেজি ওজনের একটি পাথর নিক্ষেপ করলে চলতি এইচএসসি পরীক্ষার্থী একরামুলের মুখে লেগে দাঁত ভেঙ্গে যায় এবং ওই পাথরটি নিচে বসে থাকা দর্শক ময়নালের মাথায় পড়লে মাথা ফেটে যায়। পরে তাদের আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এঘটনার পর পরই সমস্ত আয়োজন পন্ড হয়ে যায়। একরামুল পার্শ্ববর্তী ভাংনী ইউনিয়নের কাগজিপাড়ার হোটেল ব্যবসায়ী হাসেন আলীর পুত্র ও ময়নাল পায়রাবন্দ ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মৃত হোসেন আলীর পুত্র।

সূত্রমতে জানা গেছে, উক্ত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু এ ঘটনায় প্রধান অতিথি আসার আগেই ক্রীড়া অনুষ্ঠান পন্ড হয়ে যায়।



মন্তব্য চালু নেই