তাবিথের নির্বাচনী ইশতেহার বৃহস্পতিবার

ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বৃহস্পতিবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।

তাবিথ আউয়ালের প্রচার সমন্বয়কারী শায়রুল কবির খান বুধবার বিকেলে এ তথ্য জানান।

তেজগাঁও-গুলশাল লিংক রোডের রেগনাম টাওয়ার ১৯১/বি’তে তাবিথ আউয়াল নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, তাবিথ আওয়ালের প্রধান নির্বাচন তত্ত্বাবধানকারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, নির্বাচনের প্রধান সমন্বয়কারী সিনিয়র সাংবাদিক মাহফুজউল্লাহ, আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আবদুল হাই শিকদার, বিএনপির কেন্দ্রীয় নেতা মনিরুল হক চৌধুরী প্রমুখ।



মন্তব্য চালু নেই