হরভজনকে ‘পাগল’ বললেন শেবাগ

ভারতের জাতীয় দলে হরভজন সিং ও বীরেন্দর শেবাগ খেলেছেন একসঙ্গে। টিম ইন্ডিয়ার বেশ কয়েকটি জয়-পরাজয়ে একে অপরের সঙ্গী ছিলেন তারা। তবে পেশাদার ক্রিকেটের তাগিদে দুজন এখন বেঁকে গেছেন দুই দিকে।

ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম জমজমাট আসর আইপিএলের অষ্টম আসরে তারা খেলছেন ভিন্ন ক্লাবে। শেবাগ খেলছেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। আর হরভজন সিং খেলছেন মুম্বাই ইন্ডিয়ানসে।

রোববার টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ একটি ম্যাচে মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ানস ও কিং ইলেভেন পাঞ্জাব। ম্যাচটিতে ১৮ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে পাঞ্জাব। আর সেই রোমাঞ্চ এনে দিয়েছিলেন মুম্বাইয়ের হরভজন সিং। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও তোলেন ঝড়। শেষ ওভারে আউট হওয়ার আগে ৬৪ রান করেন হরভজন। তার ২৪ বলের ইনিংসটি ছিল ৬টি ছক্কা ও ৫টি চারের মারে সাজানো।

এদিকে সাচ্চা বোলার হরভজনের ব্যাটিং নৈপূণ্য দেখে মুগ্ধ পাঞ্জাবের মারকুটে ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ। মজার ছলে জাতীয় দলে একসময়কার সতীর্থ হরভজনকে ‘পাগল’ই বলে ফেললেন তিনি। শেবাগের ভাষায়, ‘আমার মনে হয়, আজ সরদার (হরভজন) পাগল হয়ে গেছে। সে যে কি খায় সেটা জানতে পারলে ভালো হতো।’



মন্তব্য চালু নেই