বিএনপির সঙ্গে সরকারের সমঝোতা হয়নি : তোফায়েল

বিএনপির সঙ্গে সরকারের কোনো ধরনের সমঝোতা হয়নি বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সোমবার সচিবালয়ে ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

‘বিএনপির সঙ্গে সরকারের কোনো সমঝোতা হয়েছে কিনা’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘প্রশ্নই ওঠে না। কিসের সমঝোতা? সন্ত্রাসী, নাশকতা ও জঙ্গি তৎপরতার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের সঙ্গে কোনো সম্পর্ক শাসক দল হিসেবে আওয়ামী লীগের হতে পারে না।’

তিনি বলেন, ‘৯০ দিনের বেশি বেগম খালেদা জিয়া চেষ্টা করে ব্যর্থ হয়ে এখন তিনি নিজের ঘরে ফিরে গেছেন, আদালতে গিয়ে হাজিরা দিয়ে আত্মসমর্পণ করেছেন। উনি কিন্তু বহাল তবিয়তে আছেন। কিন্তু যাদের জীবন চলে গেছে তাদের আমরা খুঁজে পাব না।’

তিনি আরও বলেন, ‘বিষয়টা হলো তিনি পারেন নাই, সে জন্যই তিনি আদালতে হাজিরা দিয়েছেন। তিনি (খালেদা) বলেছিলেন যে, যতক্ষণ না তিনি লক্ষ্যে পৌঁছতে না পারবেন ততক্ষণ তিনি ঘরে ফিরবেন না। লক্ষ্য অর্জন মানে কেয়ারটেকার সরকার গঠন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা। কিন্তু তিনি কি একটাও পেয়েছেন? কিছুই না পেয়ে তিনি শূন্য হাতে ঘরে ফিরে গেছেন।’



মন্তব্য চালু নেই