কলারোয়া বেত্রবতী হাইস্কুলে আকস্মিক পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার

সাতক্ষীরা কলারোয়ার জরাজীর্ণ অবহেলিত বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়টি আকস্মিক পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম টুকু।

শনিবার দুপুর পৌনে ২টার দিকে তিনি বিদ্যলয়টি পরিদর্শন করে বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় শিক্ষকমন্ডলীরা চলতি টেস্ট পরীক্ষা শেষে পহেলা বৈশাখে প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় মাঠে ডিসপ্লে’র প্রস্তুতিমূলক অনুষ্ঠান করাচ্ছিলেন। জেলা শিক্ষা অফিসারের আগমনের পূর্ব মুহুর্তে ডিসপ্লে শেষ হয়। এরপর উপস্থিত শিক্ষকবৃন্দের সাথে অফিস কক্ষে মিলিত হয়ে শিক্ষা অফিসার আমিনুল ইসলাম টুকু মাল্টি মিডিয়া ক্লাস, শিক্ষকদের উপস্থিতি, সমাবেশ এবং পরীক্ষা সংক্রান্ত নানা বিষয়ে দিক নির্দেশনামূলক কথা বলেন।

টেস্ট পরীক্ষাসহ শিক্ষকদের অনুপস্থিতির বিষয়ে তিনি সরকার নির্দেশিত নিয়ম যথাযথ ভাবে মানার নির্দেশনা দেন। উপস্থিত শিক্ষকবৃন্দ এ সময় তাঁর কথা মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলো যথাযথভাবে করার প্রতিশ্রুতি দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ সময় জেলা শিক্ষা অফিসারকে বিদ্যালয়ের প্রজেক্টর নষ্ট হওয়ার কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, জেলা শিক্ষা অফিসের ফারুক হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বকর ছিদ্দীক, মশিউর রহমান, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, দেবাশীষ সরদার ও পিয়ন ফারুক হোসেন।

উল্লেখ্য, বিদ্যালয়টি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হলেও আজ পর্যন্ত নির্মিত হয়নি কোন একাডেমিক ভবন কিংবা কোন শ্রেণিকক্ষ, এমপিওভুক্ত হয়নি মাধ্যমিক পর্যায়েও। জরাজীর্ণ টিন শেডের নীচে প্রচন্ড এই গরমে অসহ্য তাপদাহে প্রতিদিন ক্লাস করে প্রায় ৪শ ছাত্র-ছাত্রী। তারপর একটু বৃষ্টি হলে পানিতে সয়লাব হয়ে যায় প্রতিটি শ্রেণিকক্ষ। তবে শত প্রতিকুলতা সত্ত্বেও বিদ্যালয়টি পরীক্ষার ফলাফল, ক্রীড়া, জাতীয় অনুষ্ঠানের ডিসপ্লেসহ অনেক বিষয়ে রয়েছে সফলতা।



মন্তব্য চালু নেই