কারাগারে পৌঁছেছে আদেশ, আজই ফাঁসি

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশ ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে।

শনিবার দুপুরের দিকে স্বরাষ্ট্র মন্ত্রণায়ল থেকে এ আদেশ পাঠানো হয় বলে জানা গেছে।

এদিকে কামারুজ্জামানের সঙ্গে শেষ দেখা করার জন্য কারাগারে ডাকা হয়েছে তার পরিবারকে। শনিবার বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে তার পরিবারের সদস্যদের দেখা করতে বলেছে কারাকর্তৃপক্ষ। আর এটিই হবে শেষ দেখা।

এদিকে নানা নাটকীয়তার পরও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাননি মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান। সে কারণে তার ফাঁসি কার্যকরে আর কোনো বাধা নেই।



মন্তব্য চালু নেই