সলঙ্গায় যুবককে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জের সলঙ্গায় হাসান আলী (১৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা।

শুক্রবার সকাল ৯টার দিকে আমসড়া পশ্চিমপাড়ায় নিহতের নিজ বাড়ির পাশে পুকুরপাড় থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। হাসান আলী সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের আমসড়া পশ্চিমপাড়া গ্রামের সরোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, হাসান আলী বৃহস্পতিবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এরপর কখন তিনি বাড়ি থেকে বের হয়েছেন তা জানা যায়নি। সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সলঙ্গা থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের বুকের উপরের দিকে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বত্তরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



মন্তব্য চালু নেই