শান্তিরক্ষা মিশনে গেলেন ১২৫ নারী পুলিশ
বাংলাদেশ পুলিশের ১২৫ নারী সদস্যের একটি এফপিইউ (ফমর্ড পুলিশ ইউনিট) জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর কঙ্গো মিশনে যোগ দিয়েছেন। দলটির কমান্ডারের দায়িত্বে রয়েছেন অতিরিক্ত পুলিশ (এএসপি) আতিয়া হোসনা।
পুলিশ দপ্তরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহছান জানান, বুধবার রাতে জাতিসংঘের ভাড়া করা বিমানে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদেরকে বিদায় জানাতে এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশের অপর একটি নারী এফপিইউ হাইতিতে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে।
বর্তমানে কঙ্গো, দক্ষিণ সুদান, দারফুর, আইভরি কোস্ট, হাইতি, মালি, লাইবেরিয়া ও সোমালিয়াসহ বিভিন্ন শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের এক হাজার ৩৬৯ জন সদস্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
মন্তব্য চালু নেই