প্রশাসনে ৮৬৮ কর্মকর্তার পদোন্নতি

প্রশাসনে একসঙ্গে বড় ধরনের পদোন্নতি হয়েছে। এরমধ্যে ২২৭ জনকে অতিরিক্ত সচিবসহ, যুগ্ম সচিব ও উপসচিব পদে ৮৬৮ জন কর্মকর্তার পদোন্নতি দিয়েছে সরকার।

সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রলালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতির তালিকায় রয়েছেন অতিরিক্ত সচিব পদে ২২৭, যুগ্ম-সচিব পদে ২৯৯ এবং উপসচিব পদে ৩৪২ জন।

সোমবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পদোন্নতির অনুমোদন দেওয়ার পর ৮৬৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopa.gov.bd -এ পাওয়া যাচ্ছে।
চলতি বছরের ১৪ জানুয়ারি মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার সভাপতিত্বে তিন স্তরের পদোন্নতির জন্য এসএসবির (সুপিরিয়র সিলেকশন বোর্ড) বৈঠকের মাধ্যমে প্রক্রিয়া শুরু হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, একাধিকবার বঞ্চিত হওয়া কিছু কর্মকর্তা এবার পদোন্নতির পেয়েছেন। এসব কর্মকর্তার চাকরির মেয়াদ প্রায় শেষ দিকে হওয়ায় সম্মানের জন্য তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।



মন্তব্য চালু নেই