শুক্রানুর শত্রু চর্বি!

চর্বিযুক্ত খাবার খেয়ে ভোজনরসিকের দেহে বাড়তি চর্বি জমে যাওয়া স্বাভাবিক ঘটনা। শরীরের ওজন বেড়ে হাটা চলায় অসুবিধা হয়, সেটাও সবার জানা। কিন্তু পনির আর মাংসের চর্বি শুক্রানুর সক্রিয় শত্রুতে পরিণত হলে, তা বোধ হয় কোনো পুরুষই মেনে নিতে পারবেন না। সম্প্রতি আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন-এ প্রকাশিত গবেষণামূলক নিবন্ধে জানানো হয়েছে, খাবারের চর্বি শুক্রাণু কমিয়ে পুরুষত্বের ক্ষতি করে।

ডেনমার্কের একদল গবেষক দাবি করেছেন, পনির ও মাংসের অতিরিক্ত চর্বি পুরুষদের শুক্রাণুর ঘনত্ব কমিয়ে দেয়। একজন পূর্ণবয়স্ক ডেনিশ পুরুষের শুক্রাণুর ঘনত্ব মোটামুটি চর্বি খাওয়া একজন পুরুষের চেয়ে ৩৮ শতাংশ কম। এছাড়া সবচেয়ে কম চর্বি খাওয়া একজন পুরুষের শুক্রাণুর ঘনত্ব বেশি চর্বি খাওয়া একজন পুরুষের শুক্রাণুর চেয়ে ৪১ শতাংশ বেশি।

২০১১ সালে ব্রাজিলে একই ধরনের এক গবেষণায় দেখা গেছে, যেসব পুরুষ গম, বার্লি ইত্যাদি বেশি খান, তাদের শুক্রাণুর ঘনত্ব বেশি। অপর এক গবেষণায় দেখা গেছে, ফলাহারি পুরুষদের শুক্রাণুর মান কম ফল খাওয়া পুরুষদের চেয়ে অনেক উন্নত। উল্লেখ্য গবেষণায় অবশ্য চর্বি খাওয়ার বাইরে মানুষের দৈনন্দিন জীবনাচার বিবেচনায় নেওয়া হয়নি। তবে বিশ্বজুড়ে পুরুষের শুক্রাণুর ঘনত্ব কমে যাওয়ার জন্য আরও অন্যান্য কারণ দায়ি থাকতে পারে।



মন্তব্য চালু নেই