শ্রদ্ধা আর ভালবাসায় বিদায় নিলেন এবিএম মূসা
শ্রদ্ধা আর ভালোবাসায়া চিরবিদায় নিলেন প্রথিতযশা কলমসৈনিক এবিএম মূসা। এবিএম মূসার শেষ ইচ্ছা অনুযায়ী অনুযায়ী নিজবাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের কুতুবপুর গ্রামে দাফন সম্পন্নের পথে। এর আগে দুপুরে জাতীয় প্রেসক্লাবে শ্রদ্ধায় ভালবাসায় সিক্ত হন সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক এবিএম মূসা। সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন অঙ্গনের মানুষ তাদের শ্রদ্ধার পাত্র প্রিয় মানুষটিকে শেষ শ্রদ্ধা জানাতে জাতীয় প্রেসক্লাবে ছুটে আসেন।
প্রথিতযশা এ সাংবাদিককে শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগের পক্ষ থেকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিএনপির পক্ষে আবদুস সালাম, সাংবাদিক নেতাদের মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, অপর অংশের সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি আবদুল হাই শিকদার, বার কাউন্সিলের পক্ষ থেকে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার মওদুদ আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) পক্ষ থেকে সাধারণ সম্পাদক ইলিয়াস খান, যমুনা টিভির পক্ষ থেকে জাকারিয়া কাজল, আবু আলম শহীদ খান, অধ্যাপক আনিসুজ্জামান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রবীণ সাংবাদিক কামাল লোহানী, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম, আব্দুল কাইয়ুম, সাংবাদিক, লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর প্রমুখ।
এছাড়া ওয়ার্কার্স পার্টি, গণফোরাম, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা সাব এডিটরস কাউন্সিল, জাতীয়তাবাদী ছাত্রদল, যুগান্তর পরিবার, ফেনী সাংবাদিক ফেরাম, নোয়াখালী প্রেসক্লাব শ্রদ্ধা জানায়।
জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা জানানোর পর বাদ যোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর পর মরদেহ নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি ফেনীতে।
এর আগে বুধবার সন্ধ্যায় মোহাম্মদপুরের ইকবাল রোড মাঠে তার প্রথম জানাজা হয়।
উল্লেখ্য, বুধবার বেলা সোয়া ১টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশের প্রবীণ সাংবাদিক এবিএম মূসা মারা যান।
মন্তব্য চালু নেই