নীলফামারীতে প্রথম চা বাগানের উদ্বোধন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদের তিন একর পতিত জমিতে চা বাগান করার উদ্যোগ নেয়া হয়েছে।
প্রাথমিকভাবে রোপন করা হয়েছে একশ’ চারা। এখানকার মাটি ও আবহাওয়া চায়ের উপযোগী হওয়ায় পর্যায়ক্রমে তিন একর জমিতেই চা বাগান করা হবে।

কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান মঙ্গলবার সকালে এ বাগানের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বলেন, ‘উপজেলা পরিষদের তিন একর জমি দীর্ঘদিন থেকে পতিত পড়ে রয়েছে। এখানকার মাটি পরীক্ষা করে চা বাগানের জন্য ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। তাই চা বাগান করার উদ্যোগ নেয়া হয়েছে। বাগান পরিচর্যার কাজ করবে ভিক্ষুকমুক্ত কিশোরগঞ্জের ভিক্ষুকরা। এ বাগান থেকে যা আয় হবে তা বাগানের কাজে নিয়োজিত ভিক্ষুকরাই পাবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।



মন্তব্য চালু নেই