লিভ টুগেদারে বাবার সম্মতি!
বান্ধবীর সঙ্গে ছেলের লিভিং টুগেদারকে স্বাগত জানালেন ঋষি কাপুর। রণবীর কাপুর আলাদা বাসা নিয়ে থাকছেন, সেখানে মাঝে মাঝেই হালমা চালচ্ছেন ক্যাটরিনা কাইফ- এ খবর সকলের জানা। এমনকি এই ছাদের তলায় তাদের রাত্রিযাপন নিয়েও মাথা ব্যাথা করে লাভ নেই। তবে বিয়ের বাহুল্য বর্জন করে অত্যাধুনিক এই রীতি মেনে নিয়েছেন ঋষি- এ সংবাদে অবাক হয়েছেন অনেকেই।
প্রেম কিংবা বিয়ের গুজব পেরিয়ে এখন চলতি কানাঘুষো- মাঝে মাঝে নয়, নতুন ফ্ল্যাটে একসঙ্গেই সংসার পেতেছেন রণবীর ও ক্যাটরিনা। বিয়ের ঝামেলা এখনই নয়, তাই নিজেদের বোঝাপাড়া বাড়ানোর উপায় হিসেবেই নাকি এই ব্যবস্থা। সংবাদ মাধ্যম? থোড়াই কেয়ার করেন তারা। আর তাই তো খোলা মনে মুখ খুললেন ঋষি কাপুর।
সম্প্রতি একটি ভারতীয় ট্যাবলেয়ড পত্রিকায় রণবীর কাপুরের বাবা ও অভিনেতা ঋষি কাপুরের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। এতে তিনি রণবীর-ক্যাটের লিভ টুগেদারকে স্বাগত জানান। ঋষি কাপুর বলেন, ‘বিয়ের পর আমি বাড়ি ছেড়ে যাই। তা আমার বাবা অনুমোদন করেছিলেন। আমি রণবীরকে তেমনি অনুমতি দিয়েছি। সে বাড়ি ছেড়ে গেছে এবং তার বান্ধবীর সঙ্গে থাকছে। আমার এখানে তার একটি ঘর ছিল। ৩৩ বছর বয়সী ছেলের জন্য এটা কি যথেষ্ট?’
তিনি আরও বলেন, ‘সে অনেক ভালো ছেলে। আমার কথা শোনে। কিন্তু তার ক্যারিয়ারের বিষয়ে আমি নাক গলাই না, কারণ আমার ক্যারিয়ার ও তার ক্যারিয়ার আলাদা।’
মন্তব্য চালু নেই