এমিরেটসে আজ চিলির মুখোমুখি ব্রাজিল

প্যারিসে স্বাগতিক ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়ে ১৭ বছর পর প্রতিশোধ নিয়ে বেশ উজ্জীবিত এখন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তিনদিন বিরতি দিয়ে এবার লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে আলেক্সি সানচেজের দেশ চিলির মুখোমুখি হচ্ছে নেইমার-অস্কারদের ব্রাজিল। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

মজার বিষয় হলো, এমিরেটস এখন যেন আলেক্সি সানচেজেরই ঘরের মাঠ। আর্সেনালের হোম ভেন্যু এমিরেটস। আবার আর্সেনালেরই ফুটবলার সানচেজ। সুতরাং, নিজের মাঠেই বলা যায়, ব্রাজিলিয়ানদের মোকাবেলা করতে নামবেন বার্সেলোনার সাবেক তারকা স্ট্রাইকার।

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর লুই ফেলিপে স্কলারির কাছ থেকে দায়িত্ব নিয়ে টানা ৭ ম্যাচ জিতলেন কোচ দুঙ্গা। সর্বশেষ প্যারিসের স্টেডে ডি ফ্রান্সে ৮০ হাজার দর্শকের সামনে স্বাগতিকদের হারাল তার দল। একই সঙ্গে এই মাঠে সর্বশেষ ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে ৩-০ গোলে হারের প্রতিশোধ নিয়েছিল যেন দুঙ্গার দল।

সর্বশেষ টানা ৭ জয়ে মাত্র ২টি গোল হজম করেছে ব্রাজিল। দলটির তারকা নেইমার, অস্কাররা রয়েছেন দুর্দান্ত ফর্মে। শেষ ৭ ম্যাচে নেইমারের পা থেকে এসেছে ৮ গোল। অস্কার গোল পাচ্ছেন। এমনকি মিডফিল্ডারের অনেক তারকাও গোল করছেন। এ কারণেই চিলির বিপক্ষে ম্যাচের আগে কোচ দুঙ্গা বললেন, ‘আমি শুধু জয় চাই। আর কিছুই নয়।’

Dunga1২০০০ সারের পর চিলির কাছে আর হারেনি ব্রাজিল। এর মধ্যে দু’দেশ মুখোমুখি হয়েছে মোট ১৩ বার। তবে চিলির বিপক্ষে প্যারিসজয়ী দলের কয়েকজন ফুটবলারকের সাইড বেঞ্চে বসিয়ে রাখতে পারেন দুঙ্গা। কারণ, রোটেশন পদ্ধতিতে পুরো দলকেই পরখ করতে চান তিনি। তিনি বলেন, ‘জয়ের জন্য এটা সব সময়ই ভালো। যে করেই হোক, আমি চাই জয়। আর এ জন্য যে চাপ তৈরী হয়, আমরা সেটা সব সময় সামলাতে জানি।’

তবে চিলির বিপক্ষে যে ম্যাচটি সহজ হবে তা কিন্তা মানছেন না দুঙ্গা। তিনি বলেন, ‘এটা হবে সত্যি খুবই কঠিন একটা ম্যাচ। তবুও কয়েকজন খেলোয়াড়কে যাচাই করে নেওয়া প্রয়োজন। তবে, পুরো দল নয়। মেরুদণ্ড ঠিক রেখে বাকি অংশে পরিবর্তণ আনবো।’

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চিলিকে টাইব্রেকারে হারিয়েছিল ব্রাজিল। ওই ম্যাচেই নেইমারের পাঁজরের হাঁড় ভেঙে দিয়েছিলেন চিলিয়ান এক ডিফেন্ডার। এর আগে ২০১০ বিশ্বকাপেও শেষ ষোল থেকে চিলিকে বিদায় করেছিল ব্রাজিল। চিলির সাম্প্রতিক ফর্মও খুব একটা সুবিধার নয়। গত সপ্তাহেই ইরানের কাছে ২-০ গোলে হেরে গিয়েছিল তারা।



মন্তব্য চালু নেই