মিস ইন্ডিয়া খেতাব জিতলেন অদিতি

মিস ইন্ডিয়া ২০১৫-এর খেতাব জিতেছেন দিল্লির বাসিন্দা অদিতি আর্য। এ প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী আফ্রিন রাচেল ভাজ ও বর্তিকা সিংহ। অদিতি দিল্লিতে একটি ফার্মে রিসার্চ অ্যানালিস্টের কাজ করেন। পরবর্তী বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অদিতি।

২৮ মার্চ, শনিবার রাতে মুম্বাইয়ের যশ রাজ স্টুডিওতে এ প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বলিউড তারকারাও।

এবারের মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় বিচারকের আসনে ছিলেন জন আব্রাহাম, মনীষা কৈরালা, সনু নিগম, অনিল কাপুর, ফিরোজ নাদিয়াদওয়ালা, আবু জনি, সন্দীপ খোসলা, শিল্পা শেঠি, সোনালী বেন্দ্রে, চিত্রাঙ্গদা সিংহ এবং শিয়ামক দাভর।

অনুষ্ঠানের বিশেষ চমক ছিল জ্যাকুলিন ফার্নান্দেজ ও শহীদ কাপুরের পারফরম্যান্স।



মন্তব্য চালু নেই