ফরিদপুরের ইশানগোপালপুরে হঠাৎ বেড়ে গেছে মোটর সাইকেল চুরির ঘটনা

ফরিদপুরের সদর উপজেলার ইশানগোপালপুর ইউনিয়নে গত দুদিনে দুটি ডিসকাভারী মোটর সাইকেল বাড়ীতে থেকে তালা ভেংগে চুরি করে নিয়ে গেছে। মোটর সাইকেল চোরের উৎপাতে মোটর সাইকেল মালিকরা রাতে ঘুম বিহীন রাত পার করছেন। মোটর সাইকেল চুরি যাওয়া দুজন হলেন সিকদার ডাংঙ্গি গ্রামের জিন্নাহ শিকদার আরেক জন হলেন দূর্গাপর গ্রামের রওশন সেক।

এ ব্যাপারে জিন্নাহ শিকদার জানান, গত শুক্রবার রাত ১২টার পরে আমার ঘরের দুটি তালা ভেংগে মোটরসাইকেল চুরি করে নিয়ে যাই মোটর সাইকেল চোররা। আমার মনে হয় এটা মাদকসেবী ও মাদক বিক্রেতাদের কাজ এর সাথে জরিত হয়েছে মোটরসাইকেল চোর গোষ্টি।

ডবল ব্রীজ এলাকার গোলজার মেম্বার জানান, ভাই যে হারে এই এলাকায় মাদকসেবী ও বিক্রেতা বেড়েছে তাতে এলাকায় শুধু মোটর সাইকেল নয় এরা এখন ডাকাতি করা শুরু করবে।

ইশানগোপালপুর ইউনিয়নের ২নং ওর্য়াডের মেম্বার ইসহাক সেক জানান, নেশার টাকা জোগার করতে এক শ্রেনীর লোকজন এই কাজ করছে এর সাথে জরিত হয়েছে মোটর সাইকেল চোরেরা।

যারা এলাকায় চোরাই মোটর সাইকেল এনে বিক্রি করে তাদের ধরলেই বেরিয়ে আসবে চোর কারা। এ ব্যাপারে এখনই এলাকায় আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি বিনীতভাবে।



মন্তব্য চালু নেই