বাংলাদেশের মানুষ গতকালের খেলায় ভারতকে সমর্থন না দেয়ায় চটেছেন তসলিমা নাসরিন

এবার বাংলাদেশী ক্রিকেট ভক্তদের উপর বেজায় চটেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি এক ঘন্টা আগে তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন

“শুনলাম বাংলাদেশের মানুষ নাকি আজ অস্ট্রেলিয়াকে সাপোর্ট করেছে। উপমহাদেশের দেশকে, কাছের দেশকে, একসময়ের এক দেশকে, যে দেশ একাত্তরে মিত্রশক্তি ছিল, যে দেশের সাহায্য ছাড়া দেশটাই স্বাধীন হতো না, সে দেশকে সাপোর্ট না করে দূরের দেশকে কেন? যাদের গরুটা, পেঁয়াজটা, রসুনটা, মশলাটা, ডালটা ছাড়া চলে না, তাদের প্রতি কেন এত ঘৃণা?

অস্ট্রেলিয়া ভালো খেলেছে, অস্ট্রেলিয়া জিতেছে। ভারত খারাপ খেলেছে, ভারতের জেতার কোনও কথা নয়। ভারত ভালো খেললে, ভারত জিতলে ভালো লাগতো। প্রতিবেশির সঙ্গেই সদভাব না রাখতে পারলে পৃথিবীর আর সবার সঙ্গে সদভাব কী করে রাখবে?”

Taslima Nasrin



মন্তব্য চালু নেই