ডিসিসি নির্বাচনে অনড় আ.লীগের দু’ প্রার্থী
এমপি পদ ছাড়ছেন হাজী সেলিম
আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আ.লীগের দুই নেতা সাঈদ খোকন ও হাজী সেলিম নির্বাচনে অংশগ্রহনের বিষয়ে এখনো অনড় রয়েছেন। নির্বাচনে অংশ নিতে হাজী সেলিম এমপি পদ থেকে আগামী ২/১দিনের মধ্যে পদত্যাগ করবেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন। আর মঙ্গলবার সন্ধ্যায় মনোনয়ন ক্রয়ের বিষয়ে অবহিত করতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করছেন মহানগর আ.লীগ নেতা ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের পুত্র সাঈদ খোকন, ইতোমধ্যে যাকে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে ডেকে নির্বাচনে অংশ নেয়ার জন্য প্রস্তুতি নিতে বলেছেন। ফলে এ দু’নেতার প্রার্থীতা নিয়ে সাধারণ নেতাকর্মীদের মধ্যে যেমন কৌতুহলের সৃষ্টি হয়েছে তেমনি অনেকে পড়ছেন বিড়ম্বনায়।
আগামী দু’একদিনের মধ্যে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম। মঙ্গলবার জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে অনির্ধারিত আলোচনায় হাজী সেলিম এ কথা জানান।
হাজী সেলিম বলেন, ‘সংসদ সদস্য পদত্যাগ করার আগে আমি দেশের নারী নির্যাতন প্রতিরোধে আইনের পাশাপাশি পুরুষ নির্যাতন প্রতিরোধেও আইন প্রণয়নের দাবি জানাচ্ছি।’
প্রসঙ্গত, আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন হাজী মো. সেলিম। ইতোমধ্যে তিনি মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন। নির্বাচনী বিধি অনুযায়ী কোনো সাংসদ মেয়র নির্বাচন করতে চাইলে সংসদ সদস্যপদ থেকে ইস্তফা দিতে হয়।
তিনি বলেন, ‘মেয়র নির্বাচন করার জন্য আগামী দু’একদিনের মধ্যে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবো। সংসদ থেকে পদত্যাগ করার আগে পুরুষ নির্যাতন প্রতিরোধে একটা আইন প্রণয়নের দাবি তুলে রাখতে চাই। আজ এটা জনদাবিতে পরিণত হয়েছে।’
এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিণের অপর মেয়র প্রার্থী সাঈদ খোকন। তিনি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তার মনোনয়নপত্র ক্রয়ের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
এ বিষয়ে মঙ্গলবার রাতে সাঈদ খোকনের ব্যক্তিগত সহকারী হাবিবুল ইসলাম সুমন জানান, ‘স্যার সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। প্রধানমন্ত্রীকে তার মনোনয়নপত্র ক্রয়ের বিষয়টি অবহিত করেন। প্রধানমন্ত্রী তাকে চূড়ান্তভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন।’
এর আগে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয় (মহানগর নাট্যমঞ্চ) থেকে দুপুর সাড়ে ১২টার দিকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় তার সঙ্গে ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ।
মন্তব্য চালু নেই