ভোটকেন্দ্রের তালিকা চায় ইসি

নির্বাচন কমিশন (ইসি) আগামী বুধবারের মধ্যে আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনের সম্ভাব্য ভোটকেন্দ্রগুলোর তালিকা চেয়েছে।

সোমবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, গত রোববার ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মাহফুজা আক্তার ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তাদের প্রতি এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছেন।

সূত্র আরো জানায়, নির্বাচন কমিশন সব ধরনের নির্বাচনে ভোটকেন্দ্রগুলো প্রস্তুত করেন বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করে। যেমন- যোগাযোগ ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ভোটার সংখ্যা ইত্যাদি। তা ছাড়া ভোটকেন্দ্রগুলো যাতে পুরোপুরি ঝুঁকিমুক্ত থাকে, সে বিষয়ও মাথায় রাখতে হয় ইসির।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩৬টি সাধারণ ও ১২টি সংরক্ষিত ওয়ার্ড আছে। এতে মোট ভোটার ২৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন। এর মধ্যে নারী ভোটার ১১ লাখ ২১ হাজার ৭৪২ জন এবং পুরুষ ভোটার আছে ১২ লাখ ২৭ হাজার ৫৭১ জন। সম্ভাব্য ভোটকেন্দ্র এক হাজার ৮৭টি এবং ভোটকক্ষ পাঁচ হাজার ৮২৮টি।

আর দক্ষিণে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার ১৮ লাখ ৭০ হাজার ৩৬৩ জন। নারী ভোটার আট লাখ ৬১ হাজার ২৯৩ জন এবং পুরুষ ভোটার ১০ লাখ নয় হাজার ৭০ জন। সম্ভাব্য ভোটকেন্দ্র ৮৭৩টি ও ভোটকক্ষ সংখ্যা চার হাজার ৪৩৯টি।

এ ছাড়া চট্টগ্রামে ৪১টি সাধারণ ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে ১৮ লাখ ২২ হাজার ৮৯২ জন ভোটার রয়েছেন। নারী ভোটার আট লাখ ৭৮ হাজার ৩২৯ জন এবং পুরুষ ভোটার নয় লাখ ৪৪ হাজার ৫৬৩ জন। সম্ভাব্য ভোটকেন্দ্র ৭৫০টি ও ভোটকক্ষ সংখ্যা পাঁচ হাজার ২৫০টি।

তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল মঙ্গলবার ভোট গ্রহণ করা হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ মার্চ। ১ ও ২ এপ্রিল বাছাই এবং ৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ।



মন্তব্য চালু নেই