সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন
বাউফলের সাংবাদিক মিজানুর রহমানের ওপর পুলিশী নির্যাতন, লালমনিরহাটের সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীনকে জবাই করে হত্যার চেষ্ঠা, দশমিনার সাংবাদিক সঞ্জয় ব্যানার্জীর ওপর এক জনপ্রতিনিধির অমানুষিক নির্যাতন, চরফ্যাশনের সাংবাদিক এ.আর.এম মামুন, রাজশাহীর সাংবাদিক আনু মোস্তফার বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহার, পিরোজপুরের সাংবাদিক শফিউল হক মিঠুকে প্রাণনাশের হুমকিসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে স্থানীয় রিপোর্টার্স ইউনিটি ও বন্ধুসভার যৌথ উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, গিয়াস উদ্দিন মিয়া, মোঃ জামাল উদ্দিন, প্রেসক্লাবের সম্পাদক খোকন আহম্মেদ হীরা, কোষাধ্যক্ষ উত্তম দাস, দপ্তর সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, প্রচার সম্পাদক আমিন মোল্লা, রিপোর্টার্স ইউনিটির সম্পাদক খায়রুল ইসলাম, সাংবাদিক আবু সাঈদ খন্দকার, আনিচুর রহমান, তৌহিদী মাহমুদ তুহিন, বেলাল হোসেন প্রমুখ।
মন্তব্য চালু নেই