ডেটিং করছেন না জেমি ফক্স-কেটি হোমস

‘ব্যাটম্যান বিগিনস’ তারকা কেটি হোমসের সঙ্গে ডেটিংয়ের গুজব অস্বীকার করলেন ‘অ্যানি’ খ্যাত অভিনেতা জেমি ফক্স। তারকারা যেমন বলে থাকেন, তিনিও সংক্ষেপে বললেন, ‘আমরা শুধুই ভাল বন্ধু’।

ই অনলাইনে প্রকাশিত এক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ককে পুরোপুরি পেশাদার বলে উল্লেখ করেন ৪৭ বছর বয়সী জেমি। তারা বর্তমানে একটি এনিমেশন প্রজেক্টে যুক্ত হয়েছেন। তবে নতুন এ প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত না জানালেও বলেন, রোমান্টিক সম্পর্কের গুজবে বিরক্ত হননি বলে উল্লেখ করেন।

বেশ কিছুদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সূত্রে জানা যায়, জেমি ফক্স ও কেটি হোমস দেড় বছর ধরে ডেটিং করছেন। তাদেরকে বিভিন্ন স্থানে একান্তে সময় কাটাতেও দেখা গেছে। এ প্রসঙ্গে জেমি বলেন, তিন বছর ধরে রোমান্টিক সম্পর্কের গুজব শোনা যাচ্ছে। এটা ভালো গল্প। আমার ধারণা এটা আমাদের কাজের একটা অংশ।



মন্তব্য চালু নেই