রাউজানের উরকিরচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা ও ডেউটিন বিতরণ

চট্টগ্রামের রাউজান পূর্ব উরকিরচর রওশান তালুকদার বাড়ীতে সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ ঘর ভুষ্মিভুত হয়। এসব ক্ষতিগ্রস্তদের মাঝে গতকাল বিকালে নগদ টাকা ও ডেউটিন বিতরণ করেছেন গাউছিয়া কমিটি বাংলাদেশ উরকিরচর ইউনিয়ন শাখা ও মইশকরম ওয়ার্ড শাখা।

উরকিরচর ইউনিয়ন গাউছিয়া কমিটির পক্ষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সহায়তা কমিটি ও পূর্ব উরকিচরচর অগ্নিবীণা ক্লাবের কাছে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন। এছাও গাউছিয়া কমিটি মইশকরম ওয়ার্ড শাখার পক্ষ থেকে ১৫ বান্ডেল ঢেউটিন ও ৩০ বস্তা সিমেন্ট হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উরকিরচর ইউনিয়ন গাউছিয়া কমিটির উপদেষ্টা সৈয়দ নুর, ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল ইসলাম চৌধুরী, এম.এ. মান্নান, রেজাউল করিম, ওয়াহিদুল আলম সুজন, মোহাম্মদ নজরুল ইসলাম, সৈয়দ মুহাম্মদ এরশাদুল হক মুন্না, আরমান হোসেন, মুফিজুর রহমান শাহ, আব্দুল কাদের, মিজানুর রহমান, হাবিবুর রহমান, লিটন, ফোরক আহমদ, মনসুরুল আলম, আরিফ, মোহাম্মদ রুবেল, হাজী খোরশেদ আলম, হাজী আনোয়ার, তারেক, তৌহিদ, রাজু, রকি, টিটু, আকতার, আব্দুল করিম প্রমুখ।



মন্তব্য চালু নেই