ফেঁসে গেল ‘নিষিদ্ধ প্রেমের গল্প’

ছবির নায়ক-নায়িকাদের শিডিউল না মেলায় পিছিয়ে গেল ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবির শুটিং। ছবির নায়িকা শিমলার সঙ্গে নায়ক মামুনের শিডিউল না মেলায় ফেঁসে গেলেন পরিচালক।

পরিচালক জানান, ‘১৬ মার্চ থেকে ছবিটির শেষ লটের শুটিং শুরু করার কথা ছিল। সবকিছু ঠিক থাকলেও নায়ক মামুনের সঙ্গে শিমলার শিডিউল না মেলায় বেশ বিপদেই পড়লাম। সে কারণে শুটিং পিছিয়ে দিতে বাধ্য হয়েছি। আগামী ২রা এপ্রিল থেকে ছবিটির শুটিং শুরু করবো।’

রুবেল আনুশ পরিচালিত ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবির শুটিং শুরু হয় গত বছরের আগস্ট মাস থেকে। ছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা শিমলা ও ‘ঘেটুপুত্র কমলা’ খ্যাত মামুন ।

অসম প্রেমের গল্প নিয়ে নির্মিত এ ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন কাজী হায়াত, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন।



মন্তব্য চালু নেই