কেট মসের নগ্ন ছবির প্রদর্শনী
সুপার মডেল কেট মসের নগ্ন ছবি নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে, তার স্বামী সঙ্গীতশিল্পী জেইমি হিন্স। স্বামীর এমন উদ্যোগে উচ্ছ্বসিত এই মডেল।
জেইমি বেশ কিছুদিন ধরেই তার স্ত্রীর বিখ্যাত সব নগ্ন ছবি জড়ো করছিলেন। তার মতে, এই ছবিগুলো নিয়ে একটি প্রদর্শনী করতে পারলে মন্দ হতো না। কারণ গেল বছর জেইমি প্রথমবারের মতো একটি প্রদর্শনীর আয়োজন করেছিলেন। এতে দীর্ঘ এক যুগ ধরে তার হাতে তোলা ছবিগুলো স্থান পেয়েছিলো। তার চেয়েও বড় কথা ওই প্রদর্শনীর সর্বাধিক বিক্রিত ছবির মধ্যে ছিল অ্যালিসন মোশার্টের বিছানায় শোয়া ছবিটি।
প্রদর্শনীর ছবি নির্বাচনের ক্ষেত্রে জেইমি তার স্ত্রীর টপলেস এবং নগ্ন ছবিগুলোকেই প্রাধান্য দিচ্ছেন। তবে স্ত্রী কেটের পাশাপাশি পোষা কুকুর আর্চির ছবিও প্রদর্শনীতে স্থান পাবে।
মন্তব্য চালু নেই