ইসলামী ব্যাংকের গোডাউনে আগুন
রাজধানীর পুরনো ঢাকার নবাবপুরে ইসলামী ব্যাংকের একটি গোডাউনে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নবাবপুরে ৫৬৫৭ নম্বর টিপু সুলতান রোডে অবস্থিত ঐ গোডাউনে বিকেল ৫টা ৫মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নীলুফার ইয়াসমীন।
তিনি জানান ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
তবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ওয়ারী থানার ডিউটি অফিসার এসআই অখিল বলেন, ‘পুলিশ এবং ফায়ার সার্ভিস একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।’
মন্তব্য চালু নেই