মুখোমুখি দুই খান

শাহরু খান বর্তমানে মনীশ শর্মার ‘ফ্যান’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এই ছবির কাজ শেষ হলেই রাহুল ঢোলকিয়ার ‘রহিস’ ছবিটির জন্য তার শিডিউল ঠিক করা। এরমধ্যে তালিকায় আছে রোহিত শেঠীর পরিচালনায় বহু আকাঙ্খিত ‘দিলওয়ালে’। দীর্ঘদিন পর শাহরুখ-কাজল জুটির এই ছবিটি ইতোমধ্যে দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

‘ফ্যান’ ছবিটি মুক্তি পাবে এ বছরের শেষের দিকে। ওদিকে ‘দিলওয়ালে’ ছবির মুক্তির তারিখ নিয়েও অনিশ্চয়তা, আগে তো শুটিং শুরু হতে হবে। কিন্তু ঠিক হয়ে গেছে ‘রহিস’ ছবির মুক্তির দির। শোনা যাচ্ছে পরিচালক ও প্রযোজকের সিদ্ধান্ত অনুসারে পরের বছর ঈদের সময় মুক্তি পাবে শাহরুখ ও ফারহান অভিনীত এ ছবিটি।

অন্যদিকে যশ রাজ ফিল্মস ঠিক করেছে সালমানের ‘সুলতান’ ছবিটি মুক্তি পাবে আগামী বছর ঈদে। এমনিতেই সালমান খান অভিনীত বেশিরভাগ ছবি মুক্তি পায় ঈদ উপলক্ষ্যে। তাই এই ছবিটির মুক্তির তারিখ নিয়ে আগে থেকেই ধারনা ছিল সকলের। আশঙ্কা একটাই, আগামী ঈদে কি মুখোমুখি হচ্ছেন দুই খান?

যদিও সালমান খান এখনও ‘সুলতান’ ছবির শুটিং শুরু করেননি। ‘বাজরাঙ্গী ভাইজান’ এবং ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির শ্যুটিং নিয়ে ব্যাস্ত আছেন তিনি। ১৭ জুলাই মুক্তি পাচ্ছে সালমান-কারিনা অভিনীত ‘বাজরাঙ্গী ভাইজান’। ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিটির মুক্তির তারিখ ঠিক করা হয়েছে এ বছর ১১ নভেম্বর।

‘রহিস’ কিংবা ‘সুলতান’- শুটিং শুরু হয়নি এখনও। তবুও মুক্তির দিন নিয়ে জমে উঠেছে খান খান্দানের দুই পদ্মের লড়াই। অবশ্য শাহরুখ-সালমান দুজনের ব্যবসায়িক বুদ্ধিই ক্ষুরধার। একই সময়ে সিনেমা মুক্তির মত কাজ কি করবেন তারা?s



মন্তব্য চালু নেই