রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণে আহত ৬

রাজধানীতে সোমবার রাতে পৃথক চারটি স্থানে ককটেল বিস্ফোরণে এক পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন।

রাত সাড়ে ৮টার দিকে শাহবাগে বারডেম হাসপাতালের কাছে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক মো. বাবুল এবং রহিমা আক্তার নামের এক নারী আহত হন। রহিমা আক্তারকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আধা ঘণ্টা আগে টিএসসির কাছে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় এক রিকশাচালক আহত হন।

কাছাকাছি সময়ে ইডেন কলেজের সামনে ককটেল বিস্ফোরণে সোনিয়া আক্তার (২৮) ও পুষ্পি আক্তার (১৫) আহত হন। তারা ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নীলক্ষেত মোড়ে ককটেল বিস্ফোরণে সিদ্দিকুর রহমান (২৮) নামের এক পুলিশ সদস্য আহত হন। সিদ্দিকুর রহমানকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে।



মন্তব্য চালু নেই