বাংলাদেশিদের সম্পর্কে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী…
গত বুধবার যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে অনুষ্ঠিত ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডে অংশ গ্রহণের কথা জানিয়ে ফেইসবুকে দেয়া পোস্টে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রশংসা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
ডেভিড ক্যামেরন লিখেছেন, বর্তমানে ব্রিটেনে ৫০ লাখেরও বেশি বাংলাদেশি সংস্কৃতির মানুষ রয়েছে। ব্রিটিশ বাংলাদেশী বিজনেস এ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত থাকাটা এবং আমাদের দেশের জন্য বাংলাদেশি কমিউনিটির চমকপ্রদ অবদান উদযাপন করাটা আমার জন্য খুশির।
অপর একটি ফেসবুক পোষ্টে চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক শাইখ সিরাজ লিখেছেন, ধন্যবাদ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনকে অর্ধ মিলিয়ন বাংলাদেশী অধ্যুষিত আজকের ব্রিটিশ ঐতিহ্যকে গুরুত্বের সঙ্গে স্মরণ করার জন্য। এমন স্মরণীয় মুহূর্তে উপস্থিত থাকতে পেরে আমারও ভালো লাগছে।
অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও ব্রিটেনের বাংলাদেশি হাইকমিশনার আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই