সালাহ উদ্দিনকে ফিরিয়ে দিন : মাহবুব

নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে ফিরিয়ে দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।

মাহবুব বলেন, ‘আমরা সরকারের নিকট আবেদন, নিবেদন ও অনুরোধ করছি সালাহ উদ্দিন আহমদকে দ্রুত তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য।’

তিনি আরো বলেন, যদি তাকে ফিরিয়ে দেওয়া না হয় তাহলে আইনজীবীরা ঐক্যবদ্ধ হয়ে এমন আন্দোলন গড়ে তুলবে যে সরকারের টিকে থাকা কঠিন হবে।

সংবাদ সম্মেলনে সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই