ক্যাচ ধরা সেই দর্শক পাচ্ছেন একলাখ ডলার!
খেলা দেখেই এক লাখ ডলার আয় করলেন দর্শক। ঠিক খেলা দেখে নয়, গ্যালারিতে বসে ব্যাটসম্যানের হাকানো ছয় একহাতে ক্যাচ ধরে জিতে নিলেন এ প্রাইজমানি। গতকাল বাংলাদেশ-নিউ জিল্যান্ড ম্যাচে ক্যাচটি ধরেন ওই দর্শক।
টুই ঘোষণা দিয়েছিল, বিশ্বকাপে দর্শক গ্যালারিতে বসে কোন ক্যাচ এক হাতে ধরলেই দেওয়া হবে একলাখ ডলার! তার আগে আপনাকে ‘টুই’ এর লেখা টি-শার্ট কিনতে হবে। সেটি গায়ে থাকা অবস্থায় একহাতে ক্যাচ ধরলেই আপনি পাবেন লাখ ডলার পুরস্কার। এর আগে সর্বশেষ শ্রীলংকা-নিউজিল্যান্ড সিরিজেও এটি চালু ছিল। মাঠে দর্শকদের আরো প্রাণবন্ত রাখার জন্যেই টুই এই উদ্যোগ নেয়। সঙ্গে অবশ্য প্রতিষ্ঠানের প্রচারণা তো আছেই।
গতকাল ম্যাচে ৩৭তম ওভারে নাসির হোসাইনের বলে ছক্কা হাকান কোরি আন্ডারসন। আর সঙ্গে সঙ্গে ওই দর্শকের মিলে যায় লাখ ডলার পুরস্কার। ক্যাচ ধরার সঙ্গে সঙ্গে আশপাশের সবাই তাকে জড়িয়ে ধরে। তখন টিভি স্ক্রিনেও বারবার তাকে দেখানো হয়।
মন্তব্য চালু নেই